Run a Program by Using Shortcut Keyওপেন করুন যেকোন এপ্লিকেশন বা গেমস শর্টকাট কী এর মাধ্যমে |

মাইক্রসফট অফিস সহ সকল এপ্লিকেশন বা গেমস রান করুন শর্টকাট কী ব্যবহার করে। 
ধরুন Paint এইটি আমি রান করতে চাই। আমি এমন এক পদ্ধতি দেখাবো যাতে আপনি শুধুমাত্র Ctrl + Alt + p প্রেস করলেই Paint ওপেন হবে। এই শর্টাকাট কী সেট করবেন আপনি। মানে আপনিই ঠিক করবেন কোন শর্টকাট কোন সফটের জন্য ইউস করবেন।
প্রথমেই Start Button এ যান। সেখান থেকে All Programs / Programs এ যান। তারপরে যেকোন একটি এপ্লিকেশনের উপর রাইট ক্লিক করেন মাউসের। আমি যেহেতু Paint এপ্লিকেশনটি ইউস করেছি তাই এটির জন্য আমি Start Button > All programs > Accessories গিয়ে Paint এর উপর মাউসের রাইট ক্লিক করি।
এবার Properties সিলেক্ট করি। তাহলে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো আসবে। এখানেই আমরা শর্টকাট কী সেট করবো।


Properties Window

এখানে দেখুন Shortcut Key নামে একটি ফিল্ড আছে সেখানে কার্সর রাখুন। এবার যদি P দিতে চান শর্টকাট কী তাহলে P প্রেস করুন। দেখুন সেখানে অটোমেটিক ভাবে Ctrl + Alt + Your typed word চলে আসবে। এর মানে আপনাকে সব সময় Ctrl + Alt প্রেস করে হোল্ড করে রেখে আপনার শর্টকাট কী প্রেস করলে কাজ করবে। আর আপনি যদি এই তিনটি কী ইউস করতে না চান, যদি একটা কী শর্টকাট হিসেবে ইউস করতে চান তাহলে আপনি ডানের নিউমেরিক কীপ্যাড হতে যেকোন একটি সংখ্যা চাপুন। ধরলাম আপনি 1 চেপেছেন। তাহলে Ctrl + Alt প্রেস করতে হবে না। মানে আপনি শুধু সেই সংখ্যা প্রেস করলেই হবে। অর্থাৎ আপনি যদি এলফাবেটিক কোন কী ইউস করেন তাহলে আপনাকে Ctrl + Alt হোল্ড করে আপনার কী প্রেস করতে হবে। আর নিউমেরিক কীপ্যাডে সংখ্যা লিখার সময় Num Lock কী প্রেস করে নিউম্যারিক কীপ্যাড এক্টিভেট করতে ভুলবেন না।
এবার Apply > Ok দিয়ে বেড়িয়ে আসুন। ব্যাস কী বোর্ড হতে শর্টকাট কী প্রেস করুন আর দেখুন প্রোগ্রাম রান হচ্ছে। এক্ষেত্রে আমার শর্টকাট কী হচ্ছে – Ctrl + Alt + P
আশা করি ভাল লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.